• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বক্তব্য রাখছেন জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ায় বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ বুধবার সকালে বগুড়া জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে বেলা ১২টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এড. মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা, লাভলী রহমান, সিপার আল বখতিয়ার।

সভায় বক্তরা বলেন, ৭ই নভেম্বরে সিপাহী বিপ্লবের পরে যদি জিয়াউর রহমান এদেশের হাল না ধরতেন তাহলে বাংলাদেশ আজ আর বাংলাদেশ থাকতো না। সেই অঙ্গিকার নিয়ে আজ বিএনপি, তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের জিয়ার আদর্শে উজ্জেবিত হয়ে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads