• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে প্রথম দিনেই অনুপস্থিত ৬৮৫ পরীক্ষার্থী, বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার শঙ্কা

অনেক পরীক্ষার্থী চাপাচাপি ও মুখোমুখি বসে প্রতিকুল পরিস্থিতিতে পরীক্ষা দিতে দেখা গেছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জের ১৬টি কেন্দ্রে আজ রোববার চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত থাকা ৬৮৫ জন শিশুর বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে । পরীক্ষার প্রথম দিন রোববার সকাল ১১ টায় গুর্জিপাড়

পীরগঞ্জে প্রথম দিনেই অনুপস্থিত ৬৮৫ পরীক্ষার্থী, বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার শঙ্কা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

পীরগঞ্জের ১৬টি কেন্দ্রে আজ রোববার চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  আর পরীক্ষার প্রথম দিনই অনুপস্থিত থাকা ৬৮৫ জন শিশুর বিদ্যালয় থেকে ঝড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ।

পরীক্ষার প্রথম দিন রোববার সকাল ১১টায় গুর্জিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বাইরের পরিবেশ অনেকটা ভালো থাকলেও ভেতরে অনেক পরীক্ষার্থী পরস্পরকে সহযোগিতা করছে।  এ থেকে বিরত নেই দায়িত্বরত অনেক শিক্ষকও। এ ছাড়া ক্রটিপূর্ণ আসন ব্যবস্থার কারণে অনেক পরীক্ষার্থী চাপাচাপি ও মুখোমুখি বসে প্রতিকুল পরিস্থিতিতে পরীক্ষা দিতে দেখা যায়।

পরে রসুলপুর সরকারী পরীক্ষা কেন্দ্র, ভেন্ডাবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পালগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই অবস্থা দেখা গেছে।

দায়িত্বরত শিক্ষকদের অনেকেই পরীক্ষায় অনিয়মের কথা স্বীকার করে বলেন, ছোট বাচ্চাদের একটু বলে না দিলে এরা পরীক্ষা দিতে পারবে না ।

এদিকে পরীক্ষার প্রথম দিন প্রাথমিক ও ইবতেদায়ীর ৮ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  এর মধ্যে প্রাথমিক শাখায় ৫১১ জন এবং ইবদেদায়ী শাখায় ১৭৪ জন। আর এসব শিশুদের বিদ্যালয় থেকে ওদের ঝড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান জানান,  অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads