• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৮

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ও ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরো দুই সদস্য।

বুধবার গভীর রাতে ভালুকা উপজেলার নয়নপুর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মোবারক হোসেন (৩৮) নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।
আহত পুলিশের সদস্য হলেন, শফিকুল ইসলাম, মোজাম্মেল হক।

ডিবির ওসি শাহ কামাল বলেন, বুধবার বিকালে ভালুকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং হেরোইনসহ মোবারককে গ্রেপ্তার করেন তারা। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে রাতে নয়নপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় মোবারককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে তার সহযোগীরা। তারা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মোবারক গুলিবিদ্ধ হয়।

ওই অবস্থায় মোবারককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads