• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • গোপালগঞ্জ সদর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জে গ্রাম ডাক্তার কল্যান সমিতি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধায় লাজ ফার্মার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি ডাঃ এস্কেন্দার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মন্মথ নাথ গোলদার কুটু। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ডাঃ কাজী আনোয়ার হোসেন।

সম্মেলনে গ্রাম ডাক্তারদের সমিতির পক্ষ থেকে ৭ দফা দাবী পেশ করা হয়। দাবীগুলো হলো, গ্রাম ডাক্তারদের ড্রাগ সমিতিদর সদস্য হতে বাধ্য করা যাবে না।

মেডিকেল রি- প্রেজেনটেটিভদের নিয়মিত গ্রাম ডাক্তারদের চেম্বারে যাওয়ায় বাধা দেওয়া যাবে না, ডাক্তারদের পাইকারী ও খুচরা মূল্যে ঔষধ দিতে হবে, কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমিতি কর্তৃক গ্রাম ডাক্তারদের কাছ থেকে গ্রহনকৃত চাঁদার টাকা ফেরত প্রদান, কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমিতি কর্তৃক ঔষধ কোম্পানীর প্রতি যেসব অন্যায় নির্দেশ দেওয়া হযেছে তা প্রত্যাহার এবং ড্রাগ সমিতির নির্দেশে যেসব কালো আইন করা হয়েছিল তা বাতিল ও চাঁদাবাজদের শাস্তির দাবী করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ ডালিয়া পারভীন, আবুল হাসান বিশ্বাস প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads