• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
যান্ত্রিক ক্রটিতে নাটোর চিনি কলের চিনি উৎপাদন বন্ধ

মানচিত্রে নাটোর

সংগৃহীত ছবি

সারা দেশ

যান্ত্রিক ক্রটিতে নাটোর চিনি কলের চিনি উৎপাদন বন্ধ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

নাটোর চিনি কলের ম্যালচিং ট্যাংকি ভেঙ্গে পড়াঢ় চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধা শোয়া ৬টার দিকে ফ্যাক্টরির অভ্যান্তরে এঘটনা ঘটে। নাটোর চিনিকলের কর্মকর্তা ও শ্রমিকরা জানান, চিনিকলটি বর্তমানে পুরো উৎপাদনে রয়েছে। হঠাৎ সন্ধা শোয়া ৬টার দিকে চিনিকলের ম্যালচিং ট্যাংকি (মুলাসেস রাখার ট্যাংকি) ভেঙ্গে পড়ে এবং ৩টি বিম ভেঙ্গে যায়। এ সময় মুলাসেসে ফ্যাক্টরির অভ্যান্তরে মেখে যায়। পরিস্থিতি বেগতিক দেখে চিনি উৎপাদন করাখানাটি বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে চিনি কলের মহাব্যবস্থাপক (কারখানা) মাধব চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ম্যালচিং ট্যাংকি ও বিম ঠিক না করা পর্যন্ত কারখানায় চিনি উৎপাদন করা সম্ভব নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads