• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে কলমাকান্দায় উলামাদের বিক্ষোভ মিছিল

টঙ্গী ইজতেমার ময়দানে ছাত্র ও নিরীহ মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় কলমাকান্দায় উলামা মাশায়েখের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে কলমাকান্দায় উলামাদের বিক্ষোভ মিছিল

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

টঙ্গী ইজতেমার ময়দানে প্যান্ডেল নির্মাণরত ছাত্র ও নিরীহ মুসল্লিদের উপর সা’দ পন্থীদের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় উলামা মাশায়েখের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাদ যোহর উপজেলায় মাল্টিপারপাস কাম অডিটরিয়াম সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপজেলার মাদ্রাসা'র শতাধিক ছাত্র অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি কলমাকান্দা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলমাকান্দা আশরাফিয়া কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আলী উছমান, উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান, ধান মহাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, ড্রেইনপাড় জামে মসজিদের ইমাম আবুল কাশেম, মাওলানা আব্দুল আহাদ, খন্দকার আব্দুল মতিন ও জহিরুল ইসলাম জহির প্রমুখ।

বিক্ষোভ মিছিলের শেষে আলেম-ওলামা মাশায়েখের একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads