• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
ব্রিজের ব্যাক সিলিংয়ে খোয়া ও বালির পরিবর্তে কাদা মাটি, যানচলাচল ব্যাহত

পাবনার সাঁথিয়ায় নব নির্মিত ব্রিজের ব্যাক সিলিংয়ে খোয়া ও বালির পরিবর্তে কাদা মাটি দেওয়ায় পন্যবাহী ট্রাক দেবে গিয়ে যানচলাচল ব্যাহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ব্রিজের ব্যাক সিলিংয়ে খোয়া ও বালির পরিবর্তে কাদা মাটি, যানচলাচল ব্যাহত

  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গোরস্থান এলাকায় সদ্য নির্মিত ব্রিজের ব্যাক সিলিংয়ে খোয়া ও বালির পরিবর্তে কাদা মাটি দেয়ায় পণ্যবাহী ট্রাক দেবে গিয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, সৃষ্টি হচ্ছে যানজট। স্কুল, কলেজ ও অফিসগামী জনসাধারণ সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌছাতে পারছে না।

স্থানীয় সূত্র জানায়, পাবনা সড়ক ও জনপথের আওতাধীন সাঁথিয়া-বেড়া সড়কের বোয়াইলমারী গোরস্থানের পাশে একটি ব্রিজ করার কাজ ইউনুস এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কোনো মতে ব্রিজের কাজ শেষ করলেও ব্রিজের দু’পাশে ব্যাক সিলিংয়ে খোয়া ও বালির পরিবর্তে কাদা মাটি দেয়ায় আজ রোববার সকালে সেখানে একটি পণ্যবাহী ট্রাক দেবে যায়। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এলাকার জনসাধারণ পড়েছে চরম ভোগান্তিতে। বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ অফিসগামীরা। তারা সঠিক সময়ে তাদের গন্তব্য পৌছাতে পারছে না।

এর আগেও ব্রিজটির কাজের শুরুতে ওখানে নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বেইলি ব্রিজ করার পরের দিনই তা ভেঙ্গে যায়। এতেও দীর্ঘদিন যান চলাচল ব্যাহত হয়।

এ ব্যপারে জানতে চাইলে পাবনা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘ব্যাক সিলিংয়ে খোয়া ও বালি দেয়ার কথা থাকলেও কেন দেয়া হয় নাই বিষয়টা আমি দেখছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads