• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
পীরগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

রংপুরের পীরগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ডিসেম্বর ২০১৮

রংপুরের পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ৫ জয়ীতাকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র‌্যালী পীরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। এরপর উপজেলা পরিষদের হল রুমে সংবর্ধনা ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন বলেন, ৫ ক্যাটাগরিতে সার্বিক বিবেচনায় ও বিশ্লেষণ করে ৫ জন নারীকে নির্বাচিত করা হয়েছে।

৫ জন নারী সমাজ ও জনকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন।

কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন বলেন, অনেক আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে ৫ জন জয়ীতাকে নির্বাচন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রওশন আরা ওয়াহেদ রানী, উপজেলা মহিলা লীগের সভাপতি আলহাজ্ব জোহরা বেগম প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads