• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কুমিল্লায় বিএনপির মিছিলে হামলার অভিযোগ

কুমিল্লা সদরের ধর্মপুরে হামলায় আহত ছাত্রদল নেতা রাকিব

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় বিএনপির মিছিলে হামলার অভিযোগ

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

কুমিল্লা -৬ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী আমিন উর রশীদ ইয়াছিনের পৃথক ১০টি মিছিলে গুলি, ককটেল বিস্ফোরণসহ হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার অভিযোগ বিএনপির। হাজী ইয়াছিন নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেল লিখিত ভাবে সোমবার রাতে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তবে জেলা রিটার্নিং অফিসার ও কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে এ ধরনের কোন অভিযোগ তারা পাননি। অপরদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে পাল্টা অভিযোগ করেছে, প্রতিপক্ষের হামলায় তাদেরই এক কর্মী আহত হয়েছে।

বিএনপির অভিযোগ, কুমিল্লা- ৬ সদর আসনের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে তাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের সমর্থকরা অন্তত ১০টি স্থানে গুলি ও ককটেল হামলা চালায়। এ ঘটনায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়। নগরীর ২২নং ওয়ার্ডের শোভাযাত্রা চলাকালে ছাত্রলীগের কর্মীরা হামলা করে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করে। গুলিতে যুবদল কর্মী মোখলেছ গুলিবিদ্ধ হয়। এ ছাড়াও কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়। নগরীর ১৯নং ওয়ার্ডে কাজী ইকরাম, ১৩নং ওয়ার্ডে জাবেদ, ২০নং ওয়ার্ডে কাজী মালেক, ২২নং ওয়ার্ডে পলাশ আহত হন। নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকায় শোভাযাত্রা চলাকালে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা গুলি ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় কাউন্সিলর মাহবুবুর রহমানসহ ১০জন আহত হয়। আমড়াতলী ইউনিয়নের ৩টি স্থানে হামলা করা হয়। আদর্শ সদর উপজেলার কালির বাজারে শোভাযাত্রায় হামলা করে ছাত্রলীগের কর্মীরা। এ সময় ২০জন নেতাকর্মী আহত হয়। দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের ধনপুর, বলরামপুর এলাকায় মটরসাইকেল বহর নিয়ে হামলা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর জানান, বিএনপির অভিযোগ সঠিক নয়। বরং তাদের হামলায় কচুয়া এলাকার সানী নামে আমাদের এক কর্মী মারাত্মক আহত হয়েছে। সে বর্তমানে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, এই হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানি না। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, এ বিষয়ে আমার কাছে কোন খবর নেই। কেউ কোন অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads