• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
৩০ ডিসেম্বর হবে গণতন্ত্রের বিজয় দিবস : ইঞ্জি. মমিনুল হক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

৩০ ডিসেম্বর হবে গণতন্ত্রের বিজয় দিবস : ইঞ্জি. মমিনুল হক

  • গাজী মহিনউদ্দিন, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী গণসংযোগকালে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর হবে গণতন্ত্রের বিজয় দিবস’ ওই দিনই স্বৈরাচার পতন হবে। তিনি গতকাল শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীক নিয়ে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে নির্বাচনীয় গণসংযোগকালে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আপনারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে কেন্দ্রের সামনে বসে থাকবেন। ভোটের রেজাল্ট নিয়ে বাড়ী ফিরবেন। আপনাদের একটি ভোটই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। দেশে ফিরে আসবে তারুণ্যের অহংকার তারেক জিয়া।

তিনি আওয়ামীলীগের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘রাস্তা-ঘাটের যেই উন্নয়নের ফুলঝুরি দিচ্ছে। এসব উন্নয়নের চিরাচরিত নিয়ম। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সাধারণ জনগনের জীবন মান উন্নয়নে আরো বেশী কাজ করবো।’ দেশ দুর্নীতিমুক্ত হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। ক্ষমতাসীন সরকার বিদ্যুতের খাম্বা আর মিটার সংযোগে লাখ লাখ টাকা লুটেপুটে খেয়েছেন। হাজীগঞ্জ ও শাহরাস্তি নির্বাচনী এলাকায় গত দশ বছরে কোন মিটার সংযোগ বিনা পয়সায় দেয়া হয়নি।’

দিনভর গণসংযোগে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সদর ইউনিয়নের কাজীরগাঁও, মৈশাইদ, সুবদিপুর, বেতিয়াপাড়া, অলিপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খাঁন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইমাম হোসাইন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক চৌধুরী মোহন, যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন মোল্লা, আবু সুফিয়ান রানা, এম এ নাফের শাহ্, জামায়াত নেতা আতাউল করিম, সদর ইউনয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক শাকিল আহমেদ টুকু, পৌর যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুদলের সভাপতি শাহাদাত হোসেন ফকু, শ্রমিকদলের সাধারন সম্পাদক আজাদ কাশারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সায়েম মিয়াজী, পৌর ছাত্রদলের আবায়ক মাইনুদ্দীন খান রনক, যুগ্ম আহবায়ক আরিফ গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস চৌধুরী, সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক যে আসনে নির্বাচন করছেন একই আসনে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি এ আসনে ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads