• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০১৮

বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার সকালে ৩১বার তোপধ্বনি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় উদযাপন শুরু হয়। এরপরেই মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ হতে পুষ্পার্ঘ অর্পন করেন কর্মকর্তারা।

বেলা ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদর ও অধ্যক্ষ আনিসুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।

বিজয় দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিশেস দোয়া, প্রীতি ফুটবল ম্যাচ,  ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

মোরেলগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads