• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে মাছ চুরি রোধক বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

নিহত মো. রাতিফ

ছবি : সংগৃহীত

সারা দেশ

হাজীগঞ্জে মাছ চুরি রোধক বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে মাছ চুরি রোধক বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার সকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের চরের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. রাতিফ (১২) ওই বাড়ীর কৃষক সিমির আলীর ছোট ছেলে। ২ বোন ও ২ ভাইয়ের মধ্যে নিহত রাতিফ সবার ছোট।

নিহত রাতিফের বড় বোন তাহমিনা জানান, আমাদের বাড়ীর প্রভাবশালী কবির হোসেন তার পুকুরে মাছ চুরি বন্ধে বৈদ্যুতিক লাইন থেকে জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতে। ওই বিদ্যুতের তার তাদের পুকুর পাড়ে না দিয়ে আমাদের পুকুর পাড়ের উপরে রাখে। এতে আমার ভাই তারে জড়িয়ে ঘটনাস্থলে নিহত হয়। আমার ভাই হত্যার বিচার চাই। রাতিফের মা বলেন, আমার ছেলে পুকুর পাড়ে ডাব দেখতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যুবরণ করেছে। আমি এর বিচার চাই।

এলাকাবাসী জানায়, ওই বাড়ীর কবির হোসেন ৩ দিন পূর্বে পুকুর পাড়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে শশুর বাড়ীতে বেড়াতে যায়। দিনের বেলায় বিদ্যুতের লাইন খুলে না রাখায় এ নির্মম নিহতের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে কবির হোসেনের মুঠো ফোনে কয়েকবার ফোন করলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনা ঘটার পর থেকে তাদের ঘরের সবাই পলাতক রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগির হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads