• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
বৈরী আবহাওয়ায়ও থেমে নেই প্রচার

লোগো বিএনপি ও আওয়ামী লীগ

সারা দেশ

বৈরী আবহাওয়ায়ও থেমে নেই প্রচার

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি। হিমশীতল বাতাসে জবুথবু নগরী। প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হওয়ার দায় নেই যেন কারো। এমন বৈরী পৌষেও জনগণের দুয়ারে দুয়ারে ছুটছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা।

আওয়ামী লীগ : খুলনা সিটি করপোরেশন এলাকায় অবস্থিত দুটি সংসদীয় আসন খুলনা-২ ও খুলনা-৩।  এখানে নৌকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ্উদ্দিন জুয়েল ও সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শ্রমিক নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তাদের হয়ে নৌকার প্রচারণায় মাঠে রয়েছেন কর্মী সমর্থকরা।

গতকাল মঙ্গলবার সকল ৮টায় নগরীর নিরালা বাজার, আবাসিক এলাকা, শেরে বাংলা রোড এলাকায় খুলনা-২ আসনের প্রার্থী শেখ জুয়েলের পক্ষে ১৪ দলের গণসংযোগ ও পথসভায় করেন কেন্দ্রীয় নেতা এস এম কামাল। এ সময় উপস্থিত ছিলেন জেপি’র কেন্দ্রীয় নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, জেপি’র নেতা ডা. অধ্যক্ষ এম এন আলম সিদ্দিকী।

সকাল সাড়ে ৮টায় নগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা বাজার, বয়রা হিন্দুপাড়া, ইসলামিয়া কলেজ রোড, মৌ মার্কেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ভোট চান খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

বিএনপি : খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার নির্বাচনী প্রতীক ধানের শীষের লিফলেট নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি ছুটে বেড়িয়েছেন নগরীর ১৮ ও ২১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। ভোটারদের কাছে আহ্বান জানিয়েছেন সব প্রতিকূলতাকে বৈরী আবহাওয়ায়ও থেমে নেই প্রচারউপেক্ষা করে, ভয়কে সাহসের সঙ্গে মোকাবিলা করে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাওয়ার। তিনি বলেন, অত্যাচার-দুরাচার-জুলুম, নির্যাতন-নিপীড়ন, লুটপাট চালানোর কারণে শাসক দল আওয়ামী লীগ আজ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকতে হলে সিটি নির্বাচনের মতো ভোট ডাকাতির কোনো বিকল্প তাদের সামনে খোলা নেই। এজন্য তার পুলিশ প্রশাসনকে নির্লজ্জ দলবাজদের মতো ব্যবহার করছে। ধানের শীষের কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানি করছে। কিন্তু এভাবে শেষরক্ষা পাবে না। শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে। তবে সে বিজয় অর্জনের জন্য আমাদের ঐক্যফ্রন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র পাহারা দিতে হবে।

মঙ্গলবার সকাল ৮টায় নজরুল ইসলাম মঞ্জু ১৮ নং ওয়ার্ডের মসজিদে ওমর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি সোনার বাংলা গলি, নবীনগর, গোবরচাকা, শাহবাড়ি মোড়, গাবতলা, মোল্লা বাড়ি মোড় এলাকায় ব্যাপক শুভেচ্ছা বিনিময় করেন। বেলা ১১ টায় ২১ নং ওয়ার্ডের হার্ডমেটাল গ্যালারি, চেম্বার ভবন, ফেরিঘাট, খানজাহান আলী রোড, স্যানিটারি মার্কেট, টাইলস মার্কেট হয়ে ফুলমার্কেট অবধি গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, খেলাফত মজলিস ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নাসিরউদ্দিন, জেপি সভাপতি মোস্তফা কামাল, মুসলিম লীগ সেক্রেটারি অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট বজলুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads