• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বগুড়া-১ আসনে আ.লীগ বিএনপি সংঘর্ষ, গুলি

বগুড়ায় আ.লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়া-১ আসনে আ.লীগ বিএনপি সংঘর্ষ, গুলি

# বরিশালে ঐক্যফ্রন্ট প্রার্থীর পা ভেঙে দিয়েছে দুর্বত্তরা # পাবনায় বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর # নেত্রকোনায় ইউএনও অফিসের সামনে বিএনপির প্রার্থীর অবস্থান # পাঁচ স্থানে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন-বোমা # নাটোর জেলা জামায়াত আমিরকে তুলে নিয়ে মারপিট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এদিকে গত বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত আরো কিছু আসনে হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর ওপর হামলা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা, পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষ। পটুয়াখালীর মির্জাগঞ্জ, লক্ষ্মীপুরের কমলনগর, বাগেরহাট সদর ও মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরার শ্যামপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও চুয়াডাঙ্গায় নৌকার মিছিলে বোমা হামলা চালনো হয়েছে। এসব ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর মুন্সীগঞ্জের বাসভবনে গুলি ও নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল থানায় দুটি মামলা করা হয়েছে। এদিন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উজ্জামানকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করা হয়েছে। প্রচারে হামলা ও বাধার প্রতিকার চেয়ে নেত্রকোনায় ইউএনও অফিসের সামনে অবস্থান নেন বিএনপির প্রার্থী। বাংলাদেশের খবরের প্রতিনিধিদের পাঠানো খবর।

বগুড়া : বগুড়ার সোনাতলার কলেজ স্টেশন বটতলা ও পাকুল্লা ইউনিয়নের চরপাড়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে এবং ১৬ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির কাজী রফিকুল ইসলাম শতাধিক মোটরসাইকেলে গণসংযোগ করতে সোনতলার দিকে যাচ্ছিলেন। প্রথমে কলেজ স্টেশন বটতলায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এখানে রামদার আঘাতে একজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এখান থেকে মোটরসাইকেলের বহরটি সোনাতলার দিকে যাচ্ছিল। পাকুল্লা ইউনিয়নের চরপাড়া বাজারে স্থানীয় মহিলা আওয়ামী লীগের কর্মিসভা চলছিল। এ সময়  মোটরসাইকেল বহর থেকে উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধলে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের অফিসসহ একটি বাড়ি ভাঙচুর ও দোকান লুট করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বরিশাল : বরিশাল-৪ আসনে নাগরিক ঐক্যের ধানের শীষের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরের ওপর হামলা চালিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা আওয়ামী লীগ প্রার্থী পংকজ দেবনাথের কর্মী-সমর্থক বলে অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও এলাকায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা (উত্তর) বিএনপি।

বরিশাল বিএনপির নেতা মেজবাউদ্দিন ফরহাদ বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে বুধবার দুপুর ১টার দিকে পাতারহাটে যান ধানের শীষের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর। বন্দরসংলগ্ন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন আলমের বাসায় ওঠেন তিনি। কিছুক্ষণ পরই নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ওই বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং প্রার্থী জাহাঙ্গীরকে মারধর করেন। এতে জাহাঙ্গীরের শরীরের একাধিক স্থানে জখম হয়। লাঠি দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরের পা ভেঙে দেয় নৌকা প্রতীকের কর্মীরা। পরে তাকে পুলিশ পাহারায় স্পিডবোটে তুলে বরিশাল নগরীতে পাঠিয়ে দেওয়া হয়।

মেজবাউদ্দিন ফরহাদ বলেন, নুরুর রহমান জাহাঙ্গীরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জাহাঙ্গীরের পা ভেঙে গেছে। সুস্থ হতে দীর্ঘদিন লাগবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বুধবার ঘটানাস্থলে উপস্থিত আওয়ামী লীগ নেতা চরগোপালপুর ইউপি চেয়ারম্যান সাইফুল বারী মনির। হামলার বিষয়টি স্বীকার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি মো. শাহীন খান বলেন, ধানের শীষের প্রার্থীর ওপর হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা : পাবনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। বুধবার রাতের এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলা যুবলীগের একটি মিছিল থেকে এই হামলা হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, আমরা নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির প্রার্থীর বাসার সামনে আমাদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়।

নেত্রকোনা : নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল তার সমর্থকদের নিয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বসে গতকাল প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে হামলাকারীদের বিচারের আওতায় আনা ও নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর আশ্বাস পেয়ে বিকাল ৪টার দিকে তিনি কর্মসূচি প্রত্যাহার করেন।

পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুনে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে ঘটনাস্থল পরির্দশন করেন মির্জাগঞ্জ থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস ও পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।

এদিকে লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে নৌকার মিছিলে বোমা হামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় হওয়া এ হামলার ঘটনায় রিংকু (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সোতাল গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমলেশ ভট্টাটার্য বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। পুলিশ এজাহার নামীয় ৩ আসামিকে আটক করেছে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাকি আসামিদের আটকের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ক্যাম্প করেছে। বুধবার রাতে গাওদিয়ার শামুরবাড়ির ডহরীর খাল পাড়ের ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ১৯ জন এবং অজ্ঞাতপরিচয় ৮-৯ জনের নামে মামলা করেছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলায় রিপন নামে দলটির এক কর্মী মারাত্মক আহত হয়েছেন। বুধবার গভীর রাতে উপজেলার শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ কর্মী রিপন একই এলাকার আবুল কালামের ছেলে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার চরলেরন্স পাটারীপাড়া এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে। তারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রহমান সেলিম ও চরফলকন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা।

নাটোর : জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উজ্জামানকে পুলিশ পরিচয়ে মাইক্রোযোগে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করে সাদা পোশাকধারীরা। গতকাল সকালে নাটোরের সিংড়ার শেরকোলের তার বাড়ি থেকে তুলে নিয়ে নলডাঙ্গা উপজেলার আঁচরাখালী এলাকায় রাস্তার পাশে তাকে ফেলে যাওয়া হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া এলাকায় এক নৌকা প্রতীক সমর্থকের ওপর হামলা ও  মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার শিকার আবদুল জাব্বার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ১৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads