• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ইসলামপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিপুল গ্রেফতার

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল

সংগৃহীত ছবি

সারা দেশ

ইসলামপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিপুল গ্রেফতার

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৮

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে জেলার ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

গ্রেফতার অন্যরা হলেন- ইসলামপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এসএম রুহুল আমিন মামুন (৩৮), ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্রাম হোসেন সরকার (৩৫) ও ছাত্রদল নেতা রেজাউল করিম(৩৪)।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন সাংবাদিকদের জানান, রোববার রাতে ইসলামপুর পৌরসভার বেপারীপাড়া মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর হয়েছে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেপারীপাড়া এলাকার ইসমাইল হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে নবী নেওয়াজ খান লোহানী বিপুলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম নবাব বলেন, আমিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে যাই। এসময় নৌকা প্রতীকের সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়ে আমার প্রাইভেকার ভাংচুর করেছে। এখন উল্টো নাশকতা সৃষ্টির অভিযোগে ধানের শীষ প্রতীকের সমর্থক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। 

এ ব্যাপারে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, নাশকতা সৃষ্টির মিথ্যা অভিযোগে নতুন মামলায় ধানের শীষ প্রতীকের সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনী কার্যক্রম থেকে ধানের শীষ প্রতীকের সমর্থকদের দূরে রাখতে আতংক সৃষ্টির জন্যই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads