• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
তালায় আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

তালার পাটকেলঘটায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোড়ণ ঘটিয়ে চোরাগুপ্তা হামলা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তালায় আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরার তালায় নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার কয়েক’শ গজ দুরে ওভার ব্রীজের উপর নৌকা প্রতিকের নির্বাচনী অফিসে এই চোরা-গুপ্তা হামলার ঘটনা ঘটে। তবে কে বা কাহার এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জনান, সোমবার রাত ১১টার পরে নির্বাচনী অফিস বন্ধ করে সবাই চলে যাওয়ার পর সাড়ে ১১ টার দিকে এই অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তারা বলেন দেশে আবারও চোরাগুপ্তা হামলা শুরু হয়েছে। ১৩/১৪ সালের মত নাশকতার ঘটনা ঘটতে যাচ্ছে বলেও স্থানীয়রা ধারনা করছেন।

এঘটনার খবর শুনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ, সহকারী পুলিশ সুপার(তালা সদর সার্কেল) অপু সরোয়ার, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনার তদন্ত চলছে। চোরাগুপ্তা হামলা যারাই করুকনা কেন তদন্ত পুর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads