• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বিগত দিনের মত পাশে থাকার আশ্বাস

নির্বাচনী প্রচারণায় তাঁতী পাড়ায় মেহের আফরোজ চুমকি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাঁতী পাড়ায় চুমকি

বিগত দিনের মত পাশে থাকার আশ্বাস

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০১৮

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। আজ বৃহস্পতিবার সকালে তিনি তার আসনের কালীগঞ্জ পৌরসভা চৌড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ওই এলাকার তাঁতীদের কাছে ভোট চাইতে তাঁতী পাড়ায় প্রবেশ করেন। তাঁতীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। তাদের আশ্বাস দেন বিগত ১০ বছর যেমন সুখ-দুঃখে যেমন পাশে ছিলেন, সুযোগ দিলে আগামী দিনগুলোতেও পাশে থাকতে চান। এছাড়াও চুমকি ওইদিন তার আসনের পূবাইল, বাড়িয়া, নাগরী, জাঙ্গালীয়া, মোক্তারপুর, বক্তারপুর, জামালপুর, বাহাদুরদাসী, তুমলিয়া ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর এলাকার ১০টি উঠান বৈঠক, ৫টি কর্মীসভা ও ৫টি পথ সভায় অংশগ্রহন করেন।

এ সময় তাঁতী পাড়ায় আ’লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, তাঁতী লীগ নেতা আমজাদ হোসেন কচি ছাড়াও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী চুমকি ২০০৮ ও ২০১৪ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দু’বারই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী সংরক্ষিত নারীর আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন।

আ’লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা) ছাড়াও এ আসনে রয়েছে আরো ৪ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ. কে. এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)।

উল্লেখ্য, জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসনটিকে ধরা হয়ে থাকে গাজীপুর-৫ আসন। কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি (বাড়িয়া) ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ এই ৪টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন। এ আসনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩০২৪৭৬ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ১৪৯৪১৯ জন ও পুরুষ ১৫৩০৫৭ জন। পুরুষ ৫০.৬% ও নারী ৪৯.৪%।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads