• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
পিরোজপুরে সাঈদীপুত্রের নামে নাশকতার মামলা

দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী

সাংগৃহীত ছবি

সারা দেশ

পিরোজপুরে সাঈদীপুত্রের নামে নাশকতার মামলা

# দিনাজপুর-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীসহ ১৯৯ আসামি # সরিষাবাড়ীতে মামলায় আসামি বিএনপির ২০০ নেতাকর্মী # টাঙ্গাইলের সখীপুরে ঐক্যফ্রন্টের ৩৩ নেতাকর্মীর নামে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৮

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ তিনজনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ মামলা করেছে পুলিশ। উপজেলা চেয়ারম্যান মাসুদের বড় ভাই শামিম সাঈদী পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।

এদিকে দিনাজপুর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের মাওলানা মোহাম্মদ হানিফসহ ১৯৯ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে জাতীয় ঐক্যফ্রন্টের ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। বাংলাদেশের খবরের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর। পিরোজপুর : পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামিম সাঈদীর ছোট ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ তিনজনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। ইন্দুরকানি থানার এসআই ওয়াহেদুজ্জামান বাদী হয়ে গত বুধবার রাতে এ মামলা করেন। মামলার পর পুলিশ ওই রাতেই দুজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রের ভাষ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পরাজয় নিশ্চিত ভেবে নির্বাচন বানচাল করাসহ ব্যাপক নাশকতা পরিকল্পনা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শামিম সাঈদী, তার ছোট ভাই চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ বেশ কয়েকজন জামায়াত নেতা। পুলিশ এ ভয়াবহ পরিকল্পনার কথা জানতে পেরে বুধবার গভীর রাতে ওবায়দুল (৩০) ও জাকির (৩১) নামের দুই শিবিরকর্মীকে গ্রেফতার করে।

ইন্দুরকানি থানার ওসি হাবিবুর রহমান জানান, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নির্বাচন বানচালের ও নাশকতার পরিকল্পনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। মামলার প্রধান আসামি মাসুদ সাঈদীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দিনাজপুর : দিনাজপুর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াতের মাওলানা মোহাম্মদ হানিফ ও বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম কাওসারসহ ১৯৯ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে।

বীরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত বিশ্বনাথ দাস গুপ্ত জানান, ২৫ ডিসেম্বর রাতে দিনাজপুর-১ আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপালের মরিচা বাজারের সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১২০ জনকে আসামি করা হয়।

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। যুবলীগ নেতা মুকুল হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সরিষাবাড়ী থানায় মামলাটি করেন। এদিকে মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছে বিএনপি।

মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুন ফকির এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীনসহ নামোল্লেখ করে ২২ জনকে আসামি করা হয়েছে। বাকিরা অজ্ঞাতপরিচয় আসামি।

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্টের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরে ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads