• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
নাগেশ্বরীতে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও বই উৎসব

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নব নির্বাচিত সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নাগেশ্বরীতে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও বই উৎসব

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আজ মঙ্গলবার এ সংবর্ধনা ও বই উৎসব অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় অনুষ্ঠানের প্রধান অতিথি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৫ কুড়িগ্রাম-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগরের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন স্কুলের পরিচালনা কমিটি।

এ সময় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল হক, প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।

এছাড়াও নাগেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল রবু, অব. সহকারী অধ্যাপক রবিউল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লিটন চৌধুরী, নেওয়াশী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা সিরাজ, উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান, পেকৌশলী বাদশা আলমগীর, যুব উন্নয়ন অফিসার, মনজুর আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুজ্জামান মানিক উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নব নির্বাচিত সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads