• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মানবতার উদাহরণ!

শীতবস্ত্র দান করছেন এসআই পলাশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মানবতার উদাহরণ!

  • দাকোপ (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

জনগণের বন্ধু পুলিশ এ কথা হয়তো অনেকেই ভুলে গেছেন। তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে। তবে পুলিশ সদস্যরাও মানুষ। তাদেরও মানবতার রয়েছে। তারই প্রমাণ দিলেন পুলিশের উপপরিদর্শক পলাশ কুমার দাশ। প্রচন্ড শীত আর চারদিকে ঘন কুয়াশার মধ্য দিয়ে খুবই সকালে হাঁটতে হাঁটতে খুলনার দাকোপ থানায় হাজির হল এক শীতার্ত বৃদ্ধা। তখন কর্তব্য পালনের জন্য বাসা থেকে থানায় আসেন এসআই পলাশ। এসময় তিনি ওই বৃদ্ধাকে দেখে কাছে গিয়ে শোনেন তার শীতবস্ত্র নেই। তখনই থানা হতে মোটরসাইকেলে বাজারে গিয়ে ওই শীতার্ত বৃদ্ধার জন্য শীতবস্ত্র কিনে তার হাতে তুলে দেন। কৃতজ্ঞতায় বৃদ্ধার চোখ বেয়ে নেমে আসে পানি। হাত তুলে দোয়া করেন সেই পুলিশ কর্মকর্তার জন্য।

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন দাকোপ থানার উপপরিদর্শক পলাশ কুমার দাশ। তিনি বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে কর্মস্থলে যেতে না যেতেই ওই বৃদ্ধাকে দেখতে পাই। বৃদ্ধার কাছে গিয়ে জানতে পারলাম তার ছেলে-মেয়ে ও স্বজনেরা থাকার সত্বেও কোনো শীতবস্ত্র দেওয়ার মতো কেউ নেই। তাই সাধ্যমতো বস্ত্র কিনে তাকে দিয়েছি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads