• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
লামায় ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক তৈয়ব আলীর প্রার্থীতা ঘোষণা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লামায় ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক তৈয়ব আলীর প্রার্থীতা ঘোষণা

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা হতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মো. তৈয়ব আলী।

তিনি বর্তমানে লামা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আলী মিয়ার সন্তান।  এছাড়া তিনি জাতীয় দৈনিক মানবজমিন ও কক্সবাজার হতে প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার লামা প্রতিনিধি। 

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারী) দুপুরে লামা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. তৈয়ব আলী প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লামা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান, নুর মোহাম্মদ মিন্টু, উজ্জ্বল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মংশৈহ্লা মার্মা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রমূখ।

সংবাদ সম্মেলনে মো. তৈয়ব আলী বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ও আওয়ামী পরিবারের সদস্য। দল থেকে আমাকে প্রার্থী হিসেবে সমর্থন দিলে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি একজন প্রার্থী। লামা উপজেলার সৃষ্টি থেকে আমার পরিবার নেতৃত্ব দিয়ে আসছে। আমি ১৯৯৮ সাল থেকে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি আশাবাদী দল আমাকে সমর্থন দিলে বিগত দিনের ধারাবাহিকতা ধরে রেখে লামাবাসি আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads