• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
ফুলবাড়ীতে বেড়েছে চাহিদানুযায়ী মাছ উৎপাদন

সংগৃহীত ছবি

সারা দেশ

ফুলবাড়ীতে বেড়েছে চাহিদানুযায়ী মাছ উৎপাদন

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে নদী, খাল, বিলে মাছের দুষ্প্রাপ্যতা থাকলেও পুকুরে চাষ করা মাছের উৎপাদন বেড়েছে। গত দশ বছরে চাহিদার বিপরীতে উৎপাদন বেড়েছে প্রায় পাঁচ’শ মেট্রিক টন। এতে জাতীয় আয়ের সাথে যুক্ত হচ্ছে বছরে প্রায় ২০০ কোটি টাকা।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উপজেলায় জনসংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৩জন। এরমধ্যে পুরুষ ৮৮হাজার ৯৮৪জন এবং নারী ৮৭হাজার ৩৯জন। বিপুলসংখ্যক এই মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ৩হাজার ৮০ মেট্রিক টন। বর্তমানে উপজেলা জুড়ে মাছের মোট উৎপাদন হচ্ছে ৩হাজার ৫৮৪ মেট্রিক টন। এক্ষেত্রে ঘাটতি রয়েছে মাত্র ২২০ মেট্রিক টন। যা আগামী বছরেই পুষিয়ে নিয়ে ছাড়িয়ে যাবে মাছের উৎপাদন।

উপজেলা মৎস বিভাগের পরিসংখ্যন অনুযায়ী, উপজেলায় পুকুরের সংখ্যা ২হাজার ৬০৫টি। এরমধ্যে সরকারি ১১৫টি এবং ব্যক্তি মালিকানাধীন ২হাজার ৫০০টি রয়েছে। এছাড়াও উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী ১টি, বিল ৫টি, খাল ৩টি এবং সড়ক, রেল লাইনের পার্শ্বেও বড়পিট ৭০টি রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার বেবি বলেন, মৎস্য বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে ২২০মেট্রিক টন মাছের ঘাটতির অন্যতম কারণ উপজেলায় জলাশয়, খাল, বিল, নদী ও নালার সংখ্যা কম। আবার যেটুকু রয়েছে সেগুলোর আবার আয়তন কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পূর্বের মাছের উৎপাদনের চেয়ে উপজেলায় অন্তত ১০গুণ বেশি মাছ উৎপাদন হচ্ছে। আগামীতে ঘাটতি পুষিয়ে নিতে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মাছের উৎপাদনের জন্য ইতোমধ্যে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে চাষীদের নিয়ে বিজ্ঞান সম্মতভাবে মাছ চাষের ওপর সচেতনানতা সৃষ্টিসহ বিভিন্নভাবে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া পাশাপাশি মাছ চাষে উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads