• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ধর্মপাশায় ২ পিআইসি সভাপতি আটক

ছবি : সংগৃহীত

সারা দেশ

ধর্মপাশায় ২ পিআইসি সভাপতি আটক

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু না করার ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মো. শাহ আলম ও তাজ উদ্দিন নামের দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি তাদের সংশ্লিষ্ট প্রকল্প এলাকা থেকে তাদের আটক করেন। পরে সন্ধ্যায় তাদের ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম ১নং ও জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন ২৫ নং পিআইসি সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, ওইদিন দুপুরে আমি ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সদস্য সচিবসহ কমিটির অন্য সদস্যরা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি সরোজমিনে দেখতে যাই। বিকেলের দিকে ১নং ও ২৫নং প্রকল্পের কাজ শুরুই হয়নি বলে দেখতে পাই। সপ্তাহখানেক আগে সংশ্লিষ্ট প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির শাহ আলম ১লক্ষ ৯৭হাজার ১৩৪টাকা ও তাজ উদ্দিন ১লক্ষ ৯৬হাজার ২৯৩টাকা উত্তোলন ও কাজের নির্দেশ পাওয়ার পরেও কাজ শুরু না করা ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ওই দুই পিআইসির সভাপতিকে আটক করা হয়েছে। আটক দুই জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads