• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
চাঁদপুর ৪৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

চাঁদপুরে ৪৮ মাদকসেবী ও মাদক বিক্রেতা স্বেচ্ছায় পুলিশের হাতে আত্মসমপর্ণ করে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুর ৪৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০১৯

চাঁদপুরে মাদক, নারী-নির্যাতন, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার চাঁদপুর সদর মডেল থানা আয়োজিতো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির। সমাবেশে চাঁদপুরের ৪৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী মাদক ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এসময় পুলিশ প্রশাসন ও রাজনীতিবীদরা আত্মসমর্পণকারীদের কর্মমূখী করে তুলতে সহায়তার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকের সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দিবো না।

আত্মসমর্পণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, আপনারা আর কখনো অন্ধকার জগতে ফিরে যাবেন না। সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের প্রতি আমাদের পূর্ণ সহায়তা থাকবে।

পুলিশ সুপার বলেন, আমাদের পুলিশের মধ্যেও সকলে ভালো না। এদের মধ্যেও কিছু অফিসার মাদকের সাথে জড়িত থাকতে পারে। তাদের ব্যাপারেও আমরা খোঁজ-খবর নিচ্ছি। পুলিশের কারো বিরুদ্ধে যদি কোন মাদক ব্যবসায়ীদের সহায়তা করার অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। মাদকের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থাই নেওয়া হবে না, সরাসরি ফৌজদারী মামলাও দেওয়া হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও সেবীদেরকে হুশিয়ারী দিয়ে বলেন, যারা এখনও মাদকের সাথে জড়িত রয়েছে তাদেরকে এই পথ ত্যাগ করার আহ্বান করছি। আপনারা বুঝতে পারছেন ম্যাজিস্ট্রেটের চাবি দিয়ে এখন আর পুলিশের অস্ত্র নেওয়া লাগে না। আমাদেরকে সরকার এখন অত্যাধুনিক অস্ত্রসস্ত্র দেওয়া হচ্ছে। কোন মাদক ব্যবসায়ী যদি পুলিশকে আঘাত করার চিন্তা করে তবে তার জন্যে মূল্য চুকাতে হবে। কোন অবস্থাতেই কোন ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা যা করা লাগে তাই করতে প্রস্তুত রয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার আবু জাহেদ চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads