• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আরটিভি’র দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আরটিভি’র দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে আরটিভি’র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাপারসন সায়মনের ওপর  হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে গাজীপুর ও শ্রীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ মানববন্ধন করা হয়।

আরটিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি রাজীবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান,কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা, সাংবাদিক নেতা জামাল উদ্দিন,সাংবাদিক ফোরামের সভাপতি এস এম সোহেল রানা, খোলা কাগজের প্রতিনিধি সোলায়মান মোহাম্মদ, প্রভাষক নূরুআলম সিদ্দিক,সাংবাদিক রাতুল মন্ডল,আরিফুল ইসলাম খান আবির প্রমূখ।

মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারিকে গ্রেফতার ও হাসপাতাল পরিচালককে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা হলে আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads