• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

  • হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরের হাকিমপুর উপজেলার প্রায় ৩ লাখ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা গ্রাহনের একমাত্র ভরসা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৩শ থেকে সাড়ে ৩শ জন রোগী সেবা নিতে আসে। কিন্তু চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে।

২০১৬ সালে ৩১ শয্যাবিশিষ্ট হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়নি ।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ১৩ জন চিকিৎসকের বিপরীতে রয়েছে মাত্র ছয়জন চিকিৎসক। এরমধ্যে তিনজন অন্যত্র প্রেষণে রয়েছেন। তারা হলেন- ডা. রশিদুল হক, ডা.আহসান হাবিব ও ডা. ওয়াসিব হোসেন। কর্মরত রয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, ডা.রুপা সাহা ও শাকিল মাহমুদ। বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

প্রসুতী বিভাগে চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। এরফলে গর্ভবতী মায়েদের ক্লিনিকগুলোতে গিয়ে সেবা নিতে হয়। এতে গরীব মায়েদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর একই চিত্র।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল জব্বার জানান, চিকিৎসক সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানো হয়েছে। বারবার জানানোর পরও নতুন জনবল নিয়োগ দেয়া হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads