• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ছাত্রী শ্লীলতাহানির মামলায় শিক্ষক কারাগারে, শাস্তির দাবীতে মানববন্ধন

চিলমারীতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ছাত্রী শ্লীলতাহানির মামলায় শিক্ষক কারাগারে, শাস্তির দাবীতে মানববন্ধন

  • চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিএসসি) জিয়াউর রহমান জিয়া কর্তৃক একই স্কুলের ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ ঘটনায় তাকে আটক করে আজ শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক শুক্রবার সকাল ৯ টায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কোচিং পরীক্ষা শেষে অন্য ছাত্রীদের চলে যেতে বলে ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ের ক্লাস রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। ছাত্রী কোন রকমে নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি অবহিত করলে অভিভাবকগণ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে হামলা চালায়। পরে অবস্থা নিয়ন্ত্রনের বাইরে গেলে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শিক্ষককে আটক করে চিলমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। আহত শিক্ষককে চিলমারী থানা পুলিশ রাতে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সকালে কুড়িগ্রাম জেলহাযতে প্রেরণ করেন।

এ ব্যাপারে চিলমারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ১০ ধারা মোতাবেক ছাত্রীর বাবা মোঃ মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১ (০১/০২/২০১৯)। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আজ শনিবার দুপুরে অভিভাবক ও সচেতন মহলের পক্ষ থেকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন করা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads