• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেল ৫ম শ্রেণির ছাত্রী

প্রতীকী ছবি

সারা দেশ

গোয়ালন্দে বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেল ৫ম শ্রেণির ছাত্রী

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে আজ রোববার দুপুরে রিমা খাতুন নামে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টা করছিল তার দরিদ্র ও অসচেতন অভিভাবকরা। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেখানে গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের দরিদ্র আজাদ ফকিরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দিকী জানান, গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের নুরু খানের ছেলে রিদয় খানের সাথে স্কুল ছাত্রী রিমা খাতুনের বিয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। রোববার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা প্রস্তুতি নিয়েছিল। এ লক্ষে মেয়ের বাড়ীতে দুপুরে বরযাত্রী গিয়ে হাজির হয়। ইতিমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে আমি সেখানে গিয়ে হাজির হই। এরপর সেখানে উপস্থিত বর ও কনেসহ অভিভাবকদেরকে বাল্যবিয়ের শাস্তি ও কুফল সম্পর্কে জানাই। পরে তারা মুচলেকা দিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের হাত থেকে রেহাই পেয়ে ওই ছাত্রী পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads