• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে শিশু নির্যাতন প্রতিরোধে ‘পাপেট শো’ মঞ্চস্থ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোয়ালন্দে শিশু নির্যাতন প্রতিরোধে ‘পাপেট শো’ মঞ্চস্থ

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০১৯

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মাঠে আজ মঙ্গলবার বিকেলে শিশুদের যৌন হয়রানী বিরোধী সচেতনতামূলক পাপেট শো ‘ফিরে আসা’ মঞ্চস্থ হয়েছে। ব্যাতিক্রমী এ আয়োজন যৌনপল্লীর নারী ও শিশুসহ স্থানীয় কয়েকশ উৎসুক দর্শক উপভোগ করেন।

যৌনপল্লীর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির আয়োজনে এবং দৌলতদিয়া চাইল্ড ক্লাবের শিশুদের পরিবেশনায় এ পাপেট শো’টি মঞ্চস্থ হয়। সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন। এর আগে ৪দিন ব্যাপি মুক্তি মহিলা সমিতির সম্মেলন কক্ষে শিশুদের পাপেট তৈরী, অভিনয়, গল্প বলাসহ নাটকের জন্য প্রশিক্ষণ প্রদান করেন তামান্না তিথি, অনুকুল চন্দ্র দাস ও কামাল আহসান বিপুল। পাপেট শোতে অভিনয় করেন চাইল্ড ক্লাবের সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক বিজয় হোসেন, আলামিন হোসেন, রুবেল, ইমরান, আশিক, নুরু, আসিফ, শামীম, লিজা, বাবলী, পূর্ণিমা, ঝুমুর, তানজিলা, মঞ্জিলা, নদী, লাবনী, মেহেরুন ও মরিয়ম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. গণি মন্ডল, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা জাফর আলী, সুমনা হক সমাজসেবক আবুল হাসেম, আ. গণি, ইসমাইল খা, সাংবাদিক শামীম শেখ, আজু শিকদার, কুদ্দুস আলম প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads