• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

রংপুর-ঢাকা মহাসড়কে (পীরগঞ্জ বাসষ্ট্যান্ড) শুয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা

প্রতিনিধির

সারা দেশ

পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০১৯

আওয়ামী লীগে সদ্য যোগদানকারী নুর মোহাম্মদ মন্ডল উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে দলটির কিছু স্থানীয় নেতাকর্মীরা। ২০ মিনিট অবরোধে মহাসড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় গুলশান মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, সাংগঠনিক সম্পাদক রুহুল বিএসসি'র নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী সমর্থকসহ ৪ শতাধিক লোকজন ওই কর্মসুচীতে অংশ নেয়।

দলীয় সুত্রে জানা গেছে, রংপুরের ২য় পর্যায়ে ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সদ্য আ’লীগে যোগদানকারী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা নুর মোহাম্মদ মন্ডল উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন পান। এতে হতাশ হয়ে পড়ে পীরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন আ’লীগের নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানদের একটি অংশ। ওই মনোনয়ন পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে গতকাল আ’লীগের নেতাকর্মীরা মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান সাদেক বিএসসি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, পৌর আ’লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান জুয়েল, ইউপি আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম বকুলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, বারবার দলবদলকারী সাবেক জাপা ও বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। দলকে বাঁচাতে সুবিধাভোগী তার মনোনয়ন পরিবর্তন করে দলীয় যেকোন ত্যাগী নেতাকে প্রার্থী দেওয়া হোক। আমরা আওয়ামী লীগের সুদিনের নৌকা অন্য কাউকে দিতে চাই না। পরে নেতাকর্মীরা মৌন মিছিল নিয়ে বেলা পৌনে ৩ টা থেকে সোয়া ৩টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কে (পীরগঞ্জ বাসষ্ট্যান্ড) শুয়ে শান্তিপূর্ণভাবে অবরোধ করে। এ সময় উভয়পার্শ্বে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

এ ব্যাপারে নুর মোহাম্মদ মন্ডলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রীর কাছে আমি যোগদান করেছি। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। তাছাড়া সফল স্পীকার সৎ ও মেধাবী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনে আমি কাজ করেছি। এছাড়াও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী কমিটিতে যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছি। আমি মনে করি প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে আমার সাথে কাজ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads