• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জের কুমেদপুরে বউ শাশুড়ী মেলা

রংপুর পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে বউ-শ্বাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জের কুমেদপুরে বউ শাশুড়ী মেলা

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০১৯

রংপুর পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আয়োজনে এবং ল্যাম্ব -বর্ন অন টাইম প্রকল্পের এর সহযোগিতায় কুমেদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের প্রাঙ্গণে বুধবার দিনব্যাপী একটি সচেতনতা মূলক বউ-শাশুড়ির মেলায় আয়োজন করা হয়।

মেলার মূল উদ্দ্যেশ্য হল- প্রিটার্ম বার্থ বন্ধ করা, প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি বৃদ্ধি করা, জেন্ডার সমতা, স্বামীদের সাংসারিক কাজে অংশগ্রহণ বাড়ানো, শাশুড়িরা যেন তাদের বউদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চেকআপের এর জন্য আসে এবং বউ যখন গর্ভবর্তী হয় তখন সর্বাক্ষণিক তার প্রতিটি কাজে সহযোগিতা ও যত্ন নেওয়া।

মেলার উদ্বোধন করেন কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোশফাক হোসেন খাঁন ফুয়াদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত থাকেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মকবুল হোসেন, পীরগঞ্জ উপজেলা ল্যাম্ব এসিসটেন্ট টেকনিক্যাল কো-অডিনেটর লিটন দাশ, ল্যাম্ব রংপুর প্রতিনিধি লরেন্স রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমা চক্রবর্তী।

মেলায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য, বউ-শাশুড়ি,অ্যাডোলেসন্ট, অভিভাবক, বাবা সহ সহ¯্রাাধিক মানুষের জন সমাগম ছিল।

মেলায় বউদের জন্য চেয়ার খেলা-শাশুড়িদের জন্য বালিশ পাচার, বাবাদের জন্য কাপড় গোছানো, সাপোর্ট গ্রুপের জন্য হাড়ি ভাঙ্গা খেলা, কিশোরদের জন্য ছবিতে টিপ পড়ানো, কিশোরীদের জন্য বল নিক্ষেপ ও কুইজ (প্রি-টার্ম, জেন্ডার সমতা, বাল্য বিবাহ, গর্ভকালিন সেবা ইত্যাদি) প্রতিযোগীতা এবং কিশোর-কিশোরীদের জন্য উপস্থিত বক্তব্যের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় জনসচেতনতামূলক একটি নাটক প্রচারিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads