• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
পত্নীতলায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ

পত্নীতলা সীমান্তে মাহিসন্তোষ এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ জব্দ করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা

ছবি : সংগৃহীত

সারা দেশ

পত্নীতলায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ

  • পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

নওগাঁর পত্নীতলা সীমান্তে বস্তাবর বিওপি’র মাহিসন্তোষ নামক এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

জানা গেছে, আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো.আবু সাঈদ এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাহিসন্তোষ গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ জব্দ করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, বস্তাবর বিওপি’র মাহিসন্তোষ গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads