• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
ভোলায় ২০ মণ জাটকা জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় ২০ মণ জাটকা জব্দ

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

ভোলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া-লাহারহাট  ফেরিতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড দক্ষিণ জোনর অপারেশন ইনচার্জ জানান জাহাঙ্গীর আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ভেদুরিয়া ফেরীঘাটে  অভিযানে চালিয়ে ২০ মন ঝাটকা ইলিশ জব্দ করি। 

বুধবার সকালে উদ্ধারকৃত জাটকা ইলিশ ভোলা  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো:কামাল হোসেন  ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের  উপস্থিতিতে এসব জাটকা স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় ।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম আকারের) আহরণ,ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জাটকা ( ছোট ইলিশ) রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads