• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ২

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ২

  • ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরের মাধবদী থেকে ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরনের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন ওরফে রাকু কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পৃথক অভিযানে একই জেলার বাজিতপুর উপজেলার বালিগাওঁ গ্রামের ৭ম শ্রেণীতে পড়ুয়া বাকঁ প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের মামলার পলাতক আসামি অন্তর আলীকে ঝুমাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার গভীর রাতে পৃথক অভিযানে ওই ২ জন কে আটক করে র‌্যাব ভৈরব কার্যালয়ে আনা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের আজ দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানান, কুলিয়ারচর উপজেলার মধাবদী গ্রামের ধনু মিয়ার পুত্র রুহুল আমিন রাকু জে এসসি ও এসএসসির ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরনের প্রলোভন দেখিয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত ফেসবুক চেক করে জেএসএসি ও এসএস সির শতাধিক ভূয়া প্রশ্নপত্র পাওয়া যায়।

এছাড়া র‌্যাব আরো জানায়, জেলার বাজিতপুর বালিগাঁও গ্রামের বাকপ্রতিবন্ধি কিশোরী ১৫ অক্টোবর ২০১৮ ইং তারিখে নানার বাড়ী থেকে ফেরার পথে একই গ্রামের আহম্মেদ আলীর পুত্র অন্তর আলী কৌশলে ফুসলিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনা কিশোরী তার মা-বাবাকে জানালে, তারা বিষয়টি এলাকায় মিমাংসার জন্য গত ৭ জানুয়ারী এলাকায় শালিসি বৈঠক করে । শালিসী বৈঠকে অন্তর আলী ধর্ষণের কথা স্বীকার করলেও বিয়ে করতে অস্বীকৃতি জানায়। উল্টো মেয়েকে ধর্ষণের ব্যাপারে চ্যালেজ্ঞ করে স্থানীয় মাতব্বর গোলাপ মিয়ার উপস্থিতিতে কিশোরগঞ্জ সদরে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তারী পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ধর্ষণের আলামত প্রমাণিত হয়। পরে ধর্ষক অন্তর আলী গাঁ ডাকা দেয়।

এ ঘটনায় ধর্ষিতার বাবা লিখিতভাবে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মিমাংসার দায়িত্ব দেন । ইউপি চেয়ারম্যান এলাকায় সালিশীর জন্য উভয় পক্ষকে ডাকলে । ধর্ষণকারী শালিসি বৈঠকে উপস্থিত না হয়ে নানাভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয়। সর্বশেষ ধর্ষিতার বাবা শফিকুল ইসলাম গত ১৫ জানুয়ারী বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads