• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
ডাকাতি করে পালানোর সময় আটক ৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতি করে পালনোর সময় আটক ৫ যুবক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ডাকাতি করে পালানোর সময় আটক ৫

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাতি করে পালনোর সময় পিরোজপুরের ৫ যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোর ৫টার দিকে মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ার বাজার এলাকা থেকে স্থানীয় জনগন এদেরকে আটক করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।  পরে সকালে সাড়ে ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মোরেলগঞ্জ থানার এসআই মনির হোসেন আটক ওই ৫ যুবককে শরণখোলা থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের খালেক তালুকদারের ছেলে বাবু (২২), আমীর আলী খানের ছেলে আব্দুর রহিম খান(২১), পাতাঘাটা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর(২৬), আলাউদ্দিন হাওলাদারের ছেলে বাবুল(২৫) ও ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান(২৭)। 

স্থানীরা জানান, এই ৫ যুবক শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের ঘের ব্যবসায়ী বুলবুল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে। 

ব্যবসায়ী বুলবুল বলেন, রাত ২টার দিকে দরজা ভেঙ্গে তার ঘরে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে বেধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাক্ষাধীক টাকার মালামাল হাতিয়ে নেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads