• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নাঙ্গলকোটে ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে ওয়াজের নামে চাঁদা আদায়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাঙ্গলকোটে ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে ওয়াজের নামে চাঁদা আদায়

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

কুমিল্লার নাঙ্গলকোটে ভূয়া প্রতিষ্ঠান দেখিয়ে ওয়াজের নামে চাঁদা আদায় করছেন সেলিম রেজা নামের এক ব্যাক্তি। আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জোড্ডা পূর্ব ইউপির বাইয়ারা উত্তর পশ্চিম পাড়া গ্রামে রাবেয়া আন্জুমারা নূরানী হাফেজিয়া এতিমখানা ও মহিলা মাদ্রাসার ৩য় তম ওয়াজ মাহফিলের নামে দীর্ঘ দিন ধরে চাঁদা আদায় করেন ওই গ্রামের সেলিম রেজা। তিনি মাহফিলের উদ্যোক্তা। যার কোন অস্তিত্ব নাই। ৬ মার্চ তারিখ এখানে ওয়াজ মাহফিল করার কথা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মনির উদ্দিন শাবলু জানান, এখানে একটি টিনের ঘর রয়েছে। মাদ্রাসার কোন অস্তিত্ব নাই। ২টি টেবিল ও একটি চেয়ার আছে। কোন শিক্ষার্থী নাই।

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক জানান, দীর্ঘ দিন ধরে মাদ্রাসার নামে মাহফিল করে। কিন্তু কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেনি।

অভিযুক্ত ব্যাক্তি সেলিম রেজা বলেন, প্রশাসনিক ভাবে মাহফিলের অনুমতি নিয়ে মাহফিল করছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধূরী এর মুঠো ফোনে কয়েক বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads