• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

  • সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। শতভাগ ভর্তিও কার্যক্রম অব্যাহত ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাধমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালীতে অংশগ্রহন করেন, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শেখ মোকশেদা জামান, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখেশ চন্দ্র সরকার, বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা চক্রবর্তী, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, আফরোজা আক্তার প্রমুখ। এছাড়াও সাংবাদিক, সূধীজনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহন করেন।

শিক্ষার্থীরা র‌্যালিতে বাংলার খোকা ছোটদের বঙ্গবন্ধু, মিনা, রাজু, বেগম রোকেয়া, কবি সুফিয়া কামাল, ক্ষুদে ডাক্তার, গায়ের বধূ ও প্রাচীন জমিদার হিসেবে সেজেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads