• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে মামলার বাদীকে হুমকি, নিরাপত্তাহীনতায় ২ পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে মামলার বাদীকে হুমকি, নিরাপত্তাহীনতায় ২ পরিবার

  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

রংপুর পীরগঞ্জের চতরা ইউনিয়নের শিবটারী গ্রামের এক মামলার বাদীকে হুমকি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, শিবটারী গ্রামের মৃত. আমির উদ্দিন তার স্ত্রী উম্মে কুলসুম বেগমকে ৩৩ শতক জমি রেজিস্ট্রি করে দেন। বর্ণিত সম্পত্তি নিয়ে ৪ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পর্যায়ে গত ১৮ ফেব্রুয়ারী ২০১৯ ওই জমিকে কেন্দ্র করে বড় ভাই ওমর আলীর সাথে ছোট ভাই তায়েব আলী সংঘর্ষ বাঁধে। ওই দিন ওমর আলীর নেতৃত্বে তার পুত্র মাহফুজার, হাফিজার, আশরাফুল, শফিকুল, ওসমান আলী তায়েব আলীকে একা পেয়ে বেধড়ক মারপিট করে। গুরুত্বর আহত অবস্থায় তায়েব আলী রংপুর মেডিকেল চিবিৎসাধীন ছিলেন দীর্ঘদিন।

এ ঘটনায় ছোট ভাই হোসেন আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় মাহফুজার গ্রেফতার হয়ে কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসেন। এরপর মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নিতে হুমকি দেয়। এ ঘটনায় তায়েব আলী ও হোসেন আলীর পরিবার নিরাপত্ত্বাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুমুর রহমান জানান, শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads