• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শ্যামলেন্দু পাল ফের নেত্রকোনা প্রেসক্লাব সম্পাদক নির্বাচিত

নেত্রকোনা প্রেসক্লাবের নবনির্বাচিত সম্পাদক শ্যামলেন্দু পাল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্যামলেন্দু পাল ফের নেত্রকোনা প্রেসক্লাব সম্পাদক নির্বাচিত

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০১৯

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ফের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবীন সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছড়াকার শ্যামলেন্দু পাল। শনিবার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি থাকায় এ পদে নির্বাচন হয়নি। নির্বাচনে সাধারন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে শ্যামলেন্দু পাল ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মুখলেছুর রহমান পেয়েছেন ১৯ ভোট। এ নিয়ে ৬ষ্ঠ বারের মত সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক শ্যামলেন্দু পাল।

ক্লাবের ১৯টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকী ১০টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন হয়নি। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মো. আব্দুল হান্নান রঞ্জন, কোষাধক্ষ সুজাদুল ইসলাম ফারাস, দপ্তর সম্পাদক মুজাহীদুল ইসলাম সবুজ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক লিটন ধর গুপ্ত এবং কার্য নির্বাহী কমিটির ৪ জন সদস্যরা হলেন, হায়দার জাহান চৌধুরী, এ কে এম আব্দুল্লাহ, মনিরুজ্জামান মহসিন ও মো. নজরুল ইসলাম। নির্বাচনে ৬৫ ভোটের মধ্যে ৬১ ভোট কাস্ট হয়েছে।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন- সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, যুগ্ম-সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, ক্রীড়া সম্পাদক সানাওয়ার হোসেন ভূইয়া, প্রচার ও প্রকাশানা সম্পাদক আলতাবুর রহমান কাসেম, তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক শিমুল মিল্কী, সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান নুরু এবং কার্য নির্বাহী কমিটির ২ জন সদস্য হয়েছেন আব্দুল মান্নান তালুকদার ও ওসমান গণি তালুকদার।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম। তিনি প্রেসক্লাবে এসে বিজয়দের সবাইকে অভিনন্দনও জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads