বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা ৭২ ঘণ্টার ধর্মঘট গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। ধর্মঘটের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা। এই অবরোধে এইচএসসি পরীক্ষার্থীসহ সড়ক ও রেলপথের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ-গ্র্যাচুয়িটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।
চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে-ফৌজদারহাটসহ শিল্পাঞ্চলে গতকাল সকাল থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে পাটকল শ্রমিকরা। পাট শ্রমিকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার হাফিজ জুট মিলস, গুল আহম্মদ জুট মিলস, আর আর জুট মিল গালফ্রা হাবিব ও এমএম জুট মিলসের হাজার হাজার শ্রমিকরা সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা সড়কপথ ও অবরোধের ঘোষণা করলেও প্রশাসনের আশ্বাসে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলস এলাকায় এক ঘণ্টা পর শ্রমিকরা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়। তবে সড়ক ও রেলপথ অবরোধ স্থগিত করলেও ৭২ ঘণ্টার কারখানা ধর্মঘট চলবে বলে জানিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।
চট্টগ্রামের এই অবরোধে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।
জাতীয় পাট শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও হাফিজ জুট মিলস সিবিএ সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ স্থগিত করেছি, এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে ৪ ঘণ্টার অবরোধের কথা থাকলেও তা এক ঘণ্টা করা হয়েছে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সঠিক সময়ে কেন্দ্রে যেতে না পারায় পরীক্ষার সময়সূচি ৩০ মিনিট বাড়ানো হয়েছে।
এদিকে নগরীর বায়োজিদ, পাহাড়তলী শিল্পাঞ্চলগুলোতেও শ্রমিকদের ৭২ ঘণ্টা ধর্মঘট চলছে। এসব এলাকায়ও সড়ক অবরোধে করে শ্রমিকরা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বিগত চার বছর ধরে বিজেএমসি মজুরি কমিশনসহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়ন করেনি। এ ছাড়া বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে দাবি আদায়ে অবরোধ-ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়েছে। পাটকলগুলোতে শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আর্থিক সঙ্কটে কাঁচাপাট কিনতে না পারায়, পাটকলগুলোতে উৎপাদনে ধস নেমেছে। এর মধ্যে বিজেএমসি ২৮ মার্চের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দাবি না মানায় বাধ্য হয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে শ্রমিকরা।
খুলনা
গতকাল সকাল ৮টা থেকে সড়কপথ ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়, আটরা শিল্পাঞ্চলে আলিম জুটমিলের সামনের রোড এবং যশোরের রাজঘাট এলাকার সড়কপথ-রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনরত শ্রমিক নেতারা জানান, খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে বর্তমানে ১৩ হাজার ২৭১ শ্রমিক কাজ করছেন। মজুরি বকেয়া থাকায় শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুয়িটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু আমাদের দাবিগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় আমরা আন্দোলনে নেমেছি।
নরসিংদী
মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলসে টানা ৭২ ঘণ্টার শ্রমিক ধর্মঘট গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন স্লোগানে মিল গেটের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ইউএমসি জুট মিল থেকে আঞ্চলিক সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সাহেপ্রতাপ মোড় এলাকা ঘুরে ইউএমসি জুটমিল গেটে এসে শেষ হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আর এদিকে পলাশের ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলস মিল গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান নিয়ে টঙ্গী-সিলেট মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু টোল প্লাজা সংলগ্ন স্থানে রাস্তায় টায়ায় জ্বালিয়ে প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলস শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জুটমিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইফসুফ মিয়া বলেন, ইতোপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হলেও অজ্ঞাত কারণে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করেছেন। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করবেন তারা।