• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় নকশা বহির্ভূত নয় ভবনের কাজ বন্ধ

কুমিল্লায় নকশা বহির্ভূত নয় ভবনের কাজ বন্ধ করে দেয় কুমিল্লা সিটি করপোরেশন

ছবি বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় নকশা বহির্ভূত নয় ভবনের কাজ বন্ধ

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

নকশা বহির্ভূত কুমিল্লা নগরীর নয়টি ভবনের কাজ বন্ধ করে দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। বৃহস্পতিবার দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় নির্মাণাধীন নয়টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় অভিযুক্ত ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়। আগামী রোববারের মধ্যে সিটি করপোরেশনের নোটিশের জবাব দিয়ে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা ট্রমা সেন্টারসহ (হাসপাতাল) নগরীর ৯০শতাংশ ভবন নকশা বহির্ভূত উল্লেখ করে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নকশা বহির্ভূত এবং নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের কারণে নগরীর বিভিন্ন ভবন মালিককে চিঠি দেওয়া হয়েছে একাধিকবার। কিন্তু কেউ কুসিকের চিঠিতে সাড়া দেয়নি। রাজধানীর বনানী অগ্নিকাণ্ডের ঘটনার পর আমাদেরকেও সতর্ক হওয়া দরকার। তাই আর ছাড় না দিয়ে নগরীর নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৫দিনের মধ্যে সমস্যার সমাধান না করলে কুসিকের উদ্যোগে ভেঙ্গে ফেলা হবে। ভবন কর্তৃপক্ষকে অর্থদণ্ড এবং সাজাও দেওয়া হবে।

অভিযানে কুসিকের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেখ মোহাম্মদ নুরুল্লাহ ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জনি রায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads