• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় মামলা

প্রতীকী ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় মামলা

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাব গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার বিকেলে মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই ব্যবসায়ীর চাচা তোফাজ্জাল হোসেন শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার পেরাব গ্রামের ব্যবসায়ী মামুন মিয়ার সঙ্গে একই গ্রামের সগির আহাম্মেদের দীর্ঘদিন ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সগির আহাম্মেদের নেতৃত্বে বশির আহাম্মেদ, হাফেজ আহাম্মেদ, ফয়সার আহাম্মেদ, আফসার আহাম্মেদ, কাউসার আহাম্মেদ, অনিক মিয়া, রফিক মিয়া সহ ১০/১২ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ব্যবসায়ী মামুনের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তারা। মারাত্মক আহত অবস্থায় মামুন মিয়াকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামুন মিয়ার চাচা তোফাজ্জল হোসেন বাদি হয়ে সগির আহাম্মেদকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

তোফাজ্জল হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই সগির হোসেনের নেতৃত্বে তার সহযোগীরা আমার ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। অপরদিকে সগির হোসেন জানান, ঘটনার সঙ্গে তার লোকজন জড়িত থাকতে পারে তিনি জড়িত নন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads