• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
ভূরুঙ্গামারীতে ৪২ কেজির বাঘাআইর!

ভূরুঙ্গামারীর দুধকুমার নদে জেলেদের জালে ৪২ কেজি ওজনের একটি বাঘাআইর

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভূরুঙ্গামারীতে ৪২ কেজির বাঘাআইর!

  • ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের একটি বাঘাআইর মাছ ধরা পরেছে। আজ রোববার ভোরে দুধকুমার নদের সোনাহাট সেতুর কাছে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে মাছটি আটকা পরে।

জেলে একা জাল তুলতে না পেরে স্থানীয়দের সহায়তায় জাল সমতে মাছটি উপরে তোলে। মাছটির ওজন ৪১.৭ কেজি। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

এত বড় মাছ ধরতে পেরে ভীষণ খুশি রফিকুল ইসলাম। বিশাল আকৃতির মাছ ধরা পরার খবর ছড়িয়ে পরলে উৎসুক জনতা মাছ দেখতে ভীড় জমায়। মাছ কিনতে এসে না পেলেও বিশাল আকৃতির মাছ দেখেই তৃপ্ত ক্রেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads