• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সেই মাদরাসা বন্ধ অধ্যক্ষ বরখাস্ত

গায়ে আগুন ধরিয়ে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদরাসা শিক্ষার্থীর নুসরাত জাহান রাফি

ছবি : সংগৃহীত

সারা দেশ

সেই মাদরাসা বন্ধ অধ্যক্ষ বরখাস্ত

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

আলিম পরীক্ষার্থী এক ছাত্রীর গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় মাদরাসা পরিচালনা পর্ষদের জরুরি সভায় কারান্তরীণ অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার মাদরাসা পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পর্ষদ সভাপতি পিকেএম এনামুল করিম সভাপতিত্ব করেন। ওই সভায় দগ্ধ নুসরাত জাহান রাফির চিকিৎসা সহযোগিতার জন্য মাদরাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া মাদরাসার নিরাপত্তার জন্য দ্রুত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, আলিম পরীক্ষা চলার সময় শ্রেণি কার্যক্রম বন্ধ এবং মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার এবং আদালতে সোপর্দ করার জন্য মাদরাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সকালে তারা ক্লাস শেষ করে বাড়িতে চলে যায়। এরপর কখন মাদরাসা বন্ধ করা হয়েছে তা তারা শোনেনি। এজন্য তারা আজ (গতকাল) সকালে ক্লাস করতে আসে। গেট বন্ধ দেখে তারা মাদরাসার সামনের সড়কে অবস্থান করে। কিছুক্ষণ পর মাদরাসার এক অফিস সহকারী এসে মাদরাসা বন্ধের বিষয়টি তাদের জানায়।

মাদরাসার দশম শ্রেণির শাহ নেওয়াজ নামে এক শিক্ষার্থী জানায়, মাদরাসা বন্ধের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। তাই তারা ক্লাস করতে মাদরাসায় এসে বন্ধের কথা শুনে বাড়ি চলে যাচ্ছে।

অষ্টম শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার জানায়, আলিম পরীক্ষা চলাকালে সকাল সাতটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদরাসায় তাদের নিয়মিত ক্লাস হয়।

মাদরাসার শিক্ষক আবুল খায়ের ও রেজাউল হক বলেন, তারাও মাদরাসা বন্ধের বিষয়টি শুনেননি। তারা ক্লাস নিতে মাদরাসায় যান। ভেতরে ঢোকার পর অফিস সহকারীর মাধ্যমে তারা জানতে পারেন, মাদরাসা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

মাদরাসার অফিস সহকারী নুরুল আমিন বলেন, গত শনিবার দুপুরে সিদ্ধান্ত নিয়ে অনিবার্য কারণে মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু আলিম পরীক্ষা চলবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ জানান, শনিবার মাদরাসায় ঘটে যাওয়া ঘটনার কারণে শুধু আজকের জন্য মাদরাসা বন্ধ রাখা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদরাসাটি পুলিশ পাহারায় রাখা হয়েছে। এ ঘটনায় মাদরাসার একজন শিক্ষক ও এক ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার নিজ কক্ষে ডেকে নিয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্লীলতাহানি করেন এমন অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর মায়ের করা মামলায় অধ্যক্ষ এখন কারাগারে। গত শনিবার ওই ছাত্রী পরীক্ষা দিতে গেলে অধ্যক্ষের অনুগত কয়েক শিক্ষার্থী ওই ছাত্রীকে মামলা তুলে নিতে বলে। ছাত্রীটি রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads