• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
সোনাগাজীতে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সোনাগাজীতে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

  • সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০১৯

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সোনাগাজীতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে দুই হাজার ৩৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজের সভাপতিত্বে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকুলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে এবং জনসাধারনকে শুকনো খাবার মজুদের পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় সংকেতের প্রতাকা টাঙ্গানো হয়েছে। ৭ নম্বর সংকেত ঘোষণা করা হলে উপকুলীয় জনসাধারন কে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হবে।

তিনি জানান, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ রেড ক্রিসেন্ট, দমকল বাহিনী ও বেসরকারি উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী(সিপিপি) সোনাগাজী টিম লিডার ডা: শান্তি রজ্ঞন কর্মকার জানান, তাদের স্বেচ্ছ‍াসেবকরা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads