• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সাঁথিয়ায় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাঁথিয়ায় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০১৯

পাবনার সাঁথিয়ায় ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবীতে র‌্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাঁথিয়া উপজেলা শাখা। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

আজ সোমবার সকাল ১১টায় সাঁথিয়া পৌরসভা রোড থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এক সমাবেশে সাঁথিয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক খালেকুজ্জামন পান্নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএমএসএফ জেলা সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম, বিএমএসএফ জেলা শাখার সদস্য সচিব শফিক আল কামাল, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন, দৈনিক ভোরের কাগজের সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, আর টিভি’র জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, ,দৈনিক দিনকালের আলী আহসান মঞ্জু, দৈনিক সংবাদের রতন দাস, দৈনিক খোলা কাগজের মনসুর আলম খোকন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,  প্রতিদিনের সংবাদ সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিন,দৈনিক আমাদের সময়ের আবু ইসহাক, দৈনিক জনতার আবু সামা,সাংবাদিক উজ্জল হোসেন, আরিফ হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের রফিকুল ইসলাম সান, দৈনিক এ যুগের দীপের নির্বাহী সম্পাদক নয়ন সরকার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads