• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
স্ত্রী’র ওষুধ নিয়ে বাড়ীতে ফেরা হলো না বেলালের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্ত্রী’র ওষুধ নিয়ে বাড়ীতে ফেরা হলো না বেলালের

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে ২০১৯

জামালপুরের ইসলামপুরে বেলাল হোসেন (৪৪) নামে এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রী’র জন্য ইসলামপুর বাজার ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে টাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন। সে পৌর শহরের পশ্চিম ভেঙ্গুরা গ্রামের নওশের আলী’র ছেলে।

আজ শনিবার দুপুরে তার বাড়ির সামনে ভেঙ্গুরা- ইসলামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও  এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টায় বেলাল হোসেনের বাড়ি থেকে মোটর সাইকেল দিয়ে তার অসুস্থ স্ত্রী’র জন্য ইসলামপুর বাজারে ওষুধের দোকানে যান ওষুধ কেনার জন্য। ওষুধ নিয়ে বাড়ি বাড়িতে ফেরার পথে ইসলামপুর- ভেঙ্গুরা সড়ক মোড়ে অবৈধ মাহিন্দ্রা টাক্টরটি পেছন থেকে ধাক্কা দিয়ে তার উপর দিয়েই যায় টাক্টরটি। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে মায়মনসিংহ মেডিক্যাল কলেজে রেফার্ড করেন। মায়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads