• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
 সরাকারি গুদামের চাল বরাদ্দ নিয়ে হাতাহাতি

ফাইল ছবি

সারা দেশ

সরাকারি গুদামের চাল বরাদ্দ নিয়ে হাতাহাতি

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে ২০১৯

নেত্রকোনায় সরকারী খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে মিল মালিকের সঙ্গে কমিটির সভাপতির বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সেমাবার বিকালে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মিল মালিক সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিকের সঙ্গে জেলা চাল কল সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকির মধ্যে এ হাতাহাতি হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন সটকে পড়েন।

আতাউর রহমান মানিক অভিযোগ করে বলেন, সরকারী বরাদ্দের ৬০ হাজার টনের মধ্যে ২৫% মাল সভাপতি এইচ আর খান পাঠন সাকি ও খাদ্য নিয়ন্ত্রক ভাগ করে নেয়। তাদের কাছে তালিকা চাইতেই আমার ওপর চড়াও হয়। আমার পাঞ্জাবী পর্যন্ত চিড়ে ফেলে। সাকি একজন রাজাকারের সন্তান সবাই জানে। দীর্ঘদিন ধরে লুটপাট করে চলেছে। আমি আওয়ামীলীগের একজন নেতা সে আমার গায়ে হাত তুলেছে।

চাল কল সমিতির সভাপতি এই আর খান পাঠান সাকি সকল অভিযোগ অস্বীকার করেন বলেন, মানিক তার ওপর চড়াও হয়েছে। নিয়ম মতোই চাল সংগ্রহ অভিযান চলছে।

এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুনের সাথে মোবাইল ফোনে বার বার কল করেও তাকে পাওয়া য়ায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads