• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
গলাচিপায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গলাচিপায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০১৯

নারী ও শিশু নির্যাতন কমিয়ে আনার লক্ষ্যে গলাচিপা উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রতিকারসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গলাচিপায় নারী ও শিশু নির্যাতন বিষয়ক উপজেলা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এবং এনজিও সংস্থা সুশীলন এর আস্থা প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হুমায়ন কবির, যুব উন্নয়ন কর্মকর্র্তা মো. ফেরদৌস রহমান ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন।

অনুষ্ঠানে গলাচিপা উপজেলার ১০টি ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে উঠান বৈঠক, স্কুল সেশন, এফডব্লিউসি, সিসি সেশন ও এলজিডি সেশনে মার্চ ও এপ্রিল মাসে সর্বমোট ১৪ হাজার ৬শত ৪৯ নারী পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছে। এছাড়া পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য, সমাজসেবা, লিগ্যাল এইড, মহিলা বিষয়ক দপ্তর থেকে নারী ও শিশু নির্যাতন কমিয়ে আনার লক্ষ্যে কাজ করেছে। অনুষ্ঠানে আস্থা প্রকল্পের সোসাল মবিলাইজেশন অফিসার স্বাগত বক্তব্য রাখেন, মো. হাসান মাহমুদ। এছাড়া গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হালিম মিয়া ও আস্থা প্রকল্পের মেস ওয়ার্কার নাসরিন নাহার কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads