• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
কুলাউড়ায় জেলিযুক্ত বাগদা চিংড়ি আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুলাউড়ায় জেলিযুক্ত বাগদা চিংড়ি আটক

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি আটক করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের উত্তর বাজার থেকে ১২ কেজি বাগদা চিংড়ি জব্দ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ। পরে ১২ কেজি চিংড়িকধ্বংসের পাশাপাশি উপস্থিত ক্রেতাদের সচেতন করা হয়। পাশাপাশি সতর্ক করা হয়   বিক্রেতাকে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজারে গেলে এই মাছ দেখতে পাই আমরা। মাছ বিক্রেতা এই ১২ কেজি মাছ পার্শ্ববর্তী জুড়ি উপজেলার একটি আড়ৎ থেকে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছেন। বিক্রেতা নিজেও জানেন না এতে যে জেলি আছে।

মৎস্য অফিসার আরও জানান, মোটা তাজা এবং ওজন বাড়ানোর জন্য নিয়ম করে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়িতে এক ধরনের জেলি মিশিয়ে বিক্রি করেন। চিংড়িতে সিরিঞ্জের মাধ্যমে জেলি পুশ করা হয়। তারপর চিংড়িগুলো পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে জেলি জমাট বেধে যায়। আর এই পুশ করা জেলি চিংড়ির সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। যেগুলো কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সাধারণত চিংড়ির আকার বড় করার জন্য এবং ওজন বৃদ্ধির জন্য চিংড়িতে জেলি মেশানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, চিংড়িতে মেশানো এই জেলির কারণে চোখের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে। এমন কি ক্যান্সারেরও কারণ হতে পারে এই জেলি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads